২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মাহে রমজানে বিশ্ব হোক করোনামুক্ত: সাকিব

আপডেট: এপ্রিল ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে থমকে গেছে সারাবিশ্ব। বাংলাদেশেও ধীরে ধীরে ভয়ংকর রূপ ধারণ করছে অদৃশ্য এই শত্রু। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ১২৭ জন। এমন অবস্থায় সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন করোনার বিরুদ্ধে যুদ্ধে।
সে যুদ্ধে শামিল হয়েছেন সাকিব আল হাসানও। সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তিনি। নিলামে বিক্রি করেছেন বিশ্বকাপে শতক হাঁকানো তার ব্যাটও। সেখান থেকে প্রাপ্ত ২০ লাখ টাকার পুরোটাই তিনি দান করছেন করোনাযুদ্ধে।
 
আগামীকাল থেকে বাংলাদেশে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সাকিবের কামনা পবিত্র রমজানে বিশ্ব যেন করোনা থেকে পরিত্রাণ পায়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাতে সাকিব নিজের ফেসবুক ভেরিফাইড পেজে, সমগ্র বিশ্ব আজ মুখোমুখি একটি বৈশ্বিক মহামারির। এই মহামারির প্রভাবে সমগ্র বিশ্বে আসছে দ্রুত পরিবর্তন, পৃথিবী হারাচ্ছে তার স্বাভাবিক ভারসাম্য। পবিত্র মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব মুক্ত হোক করোনা ভাইরাসের প্রকোপ থেকে, পৃথিবীতে ফিরে আসুক তার স্বাভাবিক ভারসাম্য, এটিই আমাদের কামনা।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network