আপডেট: এপ্রিল ২৯, ২০২০
আন্তর্জাতিক:: ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে (কভিড-১৯) মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩১ হাজার।আজ বুধবার সকালে দ্য হিন্দু’র লাইভ আপডেটে বলা হয়, দেশটিতে করোনায় মারা গেছেন ১ হাজার ৭ জন। আক্রান্ত ৩১ হাজার ৩৬৫ জন।
এদিকে তামিলনাড়ু রাজ্য সরকারের পেশ করা রিপোর্ট অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্ত ২ হাজার ৫৮ জনের মধ্যে ১২১ শিশু রয়েছে। এই শিশুদের সবারই বয়স ১২ বছরের কম।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, ‘মে মাস থেকে দেশেই আমরা আরটি পিসিইআর টেস্ট কিট তৈরি করব। গোটা প্রক্রিয়া একদম শেষ পর্যায়ে রয়েছে।’তিনি জানান, আইসিএমআর-এর অনুমতি পেলেই এই টেস্ট কিট তৈরি শুরু করে দেব আমরা। এতে আমাদের অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না। ৩১ মে’র মধ্যে প্রতিদিন আমরা এক লাখ টেস্ট করতে পারব।
অন্যদিকে করোনায় সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ২৮ হাজার।

