ভেনেজুয়েলার জেলখানায় দাঙ্গায় অন্তত ৪৬ কয়েদি নিহত
আপডেট: মে ৩, ২০২০
ফেইসবুক শেয়ার করুন
ভেনেজুয়েলার জেলখানায় দাঙ্গায় অন্তত ৪৬ কয়েদি নিহত
আপডেট:
Photo Card
Preview
ভেনেজুয়েলার জেলখানায় দাঙ্গায় অন্তত ৪৬ কয়েদি নিহত
আপডেট নিউজ ডেস্ক: ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি জেলখানায় দাঙ্গায় অন্তত ৪৬ কয়েদি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৬ জন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পর্তুগেসা রাজ্যের গুয়ানারে শহরের লোস লানোস জেলখানায় প্রথমে পালাতে চায় কিছু কয়েদি। এসময় নিরাপত্তারক্ষীরা টের পেয়ে গেলে তাদের দিকে গুলি ছুঁড়তে শুরু করে সশস্ত্র কয়েদিরা। এক পর্যায়ে সেনা সদস্যদের ঘটনাস্থলে ডেকে আনা হয়। দু পক্ষের সংঘর্ষের সময়, ভেতরে দাঙ্গা বেঁধে যায়। আহত হন জেলখানার কয়েকজন কর্মকর্তাও। যাদের মধ্যে জেলখানার প্রধানও আছেন।এদিকে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছে জাতিসংঘ। নিহতদের স্বজনরাও বিচারের দাবিতে জেলখানার সামনে বিক্ষোভ করেছে।
আপডেট নিউজ ডেস্ক: ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি জেলখানায় দাঙ্গায় অন্তত ৪৬ কয়েদি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৬ জন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পর্তুগেসা রাজ্যের গুয়ানারে শহরের লোস লানোস জেলখানায় প্রথমে পালাতে চায় কিছু কয়েদি। এসময় নিরাপত্তারক্ষীরা টের পেয়ে গেলে তাদের দিকে গুলি ছুঁড়তে শুরু করে সশস্ত্র কয়েদিরা। এক পর্যায়ে সেনা সদস্যদের ঘটনাস্থলে ডেকে আনা হয়।
দু পক্ষের সংঘর্ষের সময়, ভেতরে দাঙ্গা বেঁধে যায়। আহত হন জেলখানার কয়েকজন কর্মকর্তাও। যাদের মধ্যে জেলখানার প্রধানও আছেন।এদিকে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছে জাতিসংঘ। নিহতদের স্বজনরাও বিচারের দাবিতে জেলখানার সামনে বিক্ষোভ করেছে।