আপডেট: মে ৩, ২০২০
জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি- বরগুনার আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কুকুয়া ইউনিয়নের করোনা আক্রান্ত হাবিবুর রহমান ভূইয়া (৫৫) কে ছারপত্র দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী।
হাসপাতাল সুত্রে জানা গেছে, ১৬ এপ্রিল হাবিবুর রহমান ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়। তার নমুনা ঢাকা পাঠালে ২০ এপ্রিল রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসার ১৫ দিন পর আবার তার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে তাকে ছারপত্র দেয়া হয়।
৭ জন হোম আইসোলেশনে থাকা রোগীর মধ্যে গত শনিবার ও ১ জনকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। গত ৯ এপ্রিল একজনের মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, এখন পর্যন্ত ১৫০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। যার মধ্যে ৮জনের রিপোর্ট পকেটিভ এসেছে। হাবিবুর রহমান ভূইয়া এখন সর্ম্পূন সুস্থ্য আছে।

