আপডেট: মে ১০, ২০২০
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জে জমি জমা সংক্রান্ত শালিসে প্রভাষকের নেতৃত্বে হামলা চালিয়ে নারীসহ ৪ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চলানো হয়েছে বলে স্থানীয়রা জানায়। আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মৃত গনি আকনের জমি জমা ভাগবাটোয়ারা সংক্রান্ত শালিস বৈঠকে দৌলদপুর সিনিয়র মাদ্রাসার ইংলিশ বিষয়ের প্রভাষক মাহবুল ও তার অনুশারি রফিক খান উড়ে এসে পূর্বশত্রুতার জের ধরে হামলা চালায়। এতে আহত হন মো. জালাল আকন (৪৫), মোসা. লাকি বেগম (৩০), মোসা. লাইজু বেগম (৩৬), গুরুতর আহত হন মো. আজিজ আকন (৫৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
দৌলদপুর সিনিয়র মাদ্রাসার ইংলিশ প্রভাষক মাহবুল এলাকায় নিজেকে বড়মাপের নেতা ও সমাজে তার উপরে কেউ কথাবললেই তার নেতৃত্বে রফিক খাঁ, রিয়াজ খাঁ, সোহেল খাঁ, আল আমিনসহ একাধীক সন্ত্রাশীদের দৌরত্বে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
তারা আরও জানান, ঘুটাবাছা ফকিরবাড়ি মসজিদের পরিচালনা কমিটি নিয়ে মাহবুল দীর্ঘ দিন ধরে আহতদের উপর ক্ষিপ্ত ছিল। এরপর সুযোগ পেয়ে মাহাবুল ও রফিকের নেতৃত্বে একদল ভারাটে সন্ত্রাসী নিয়ে আজিজ আকনের মেয়ে লাকি বেগমের চুলের মুঠি ধরে ঘর থেকে টেনে হিচড়ে বের করে এবং ধারালো অস্ত্র দিয়ে বাম হাতে কোপ দিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এবিষয়ে প্রভাষক মাহবুলের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি সত্য নয় বলে দাবি করেন। রফিকের সাথে যোগাযোগ করলে তার মুঠোফোন টি বন্ধ পাওয়া যায়। নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন মাহমুদ জানান, ঘটনাটি আমি জেনেছি।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এবিষয়ে এখন পর্যন্ত আমার কাছে কেউ অভিযোগ করেনি তবে অভিযোগ পেলে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।

