প্রশাসনের নির্দেশ অমান্য করে চরফ্যাশনে বিরোধীয় জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:: ভোলা চরফ্যাশন উপজেলার ১০ নং হাজারীগঞ্জে বিরাধীয় জমির মাটি কেটে সাবার করলেন প্রতিপক্ষরা। গত ১২ মে গভীর রাত চেয়ারম্যান বাজার সংলগ্নে স্হনীয় হাজারীগঞ্জর ৪নং ওয়ার্ড এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল কালাম পাটোওয়ারী বাদী হয়ে চরফ্যাশন উপজলা নির্বাহী অফিসারের বরাবর আবেদন করলেন, তিনি আইনগত ব্যবস্হা নিতে শশীভূষণ থানাকে নির্দেশ দেয়। ১৩ মে সকাল থানা পুলিশ মাটি কাটা বন্ধ করলেও প্রতিপক্ষরা মাটি কাটা বন্ধ করেনি। নিরুপায় হয়ে আবুল কালাম গংরা সংবাদকর্মীদের কাছে অভিযোগ দাখিল করেন। অভিযােগ সূত্রে জানা যায়, হাজারীগঞ্জ ৪নং ওয়ার্ডর মৃত জয়নাল আবদীনের মৃত্যুর পর তার ওয়ারিশ হিসাবে ছেলে মেয়েরা জমির মালিক হন। যার মৌজা হাজারীগঞ্জ, দিয়ারা...