১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে আট জন আটক

আপডেট: মে ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আটকরা হলো- মো. আলী (২৮), মো. মিজান (১৮), মো. খোকন (১৮), মো.বেলাল (২০), মো. তারেক (১৮), জাবেদ হোসেন (৩২), হাসিব হোসেন (২১) ও মো. শাহেদ (২০)। এরা সবাই আনোয়ারা থানার খুর্দ্দ গহিরা গ্রামের বাসিন্দা।
বুধবার কোস্টগার্ড সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এম হায়াত ইবনে সিদ্দিকী।
 
ইবনে সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে চট্টগ্রামের বঙ্গোপসাগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন সশস্ত্র ডাকাতকে আটক করে বাংলাদশে কোস্টর্গাড।
তিনি আরো বলেন, আটকদের কাছ থেকে এ সময় দুইটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এছাড়াও ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা এ সময় জব্দ করা হয়েছে।
 
আটক ডাকাত, অস্ত্র ও গোলাবারুদ পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network