২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

গাজীপুরে আরও ৪৬ জন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১১২০

আপডেট: মে ৩০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৬ জন। এ নিয়ে জেলায় করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২০। আজ শনিবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

সিভিল সার্জন মো. খাইরুজ্জামান জানান, গাজীপুরে নতুন করে শনাক্তদের মধ্যে সদরে ৩৮ জন ও কালিয়াকৈর উপজেলায় রয়েছেন ৮ জন। অন্য কোনো উপজেলায় নতুন করে সংক্রমণ নেই।
জেলায় এ পর্যন্ত শনাক্ত রোগীর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ১০৮ জন, কালীগঞ্জে ১২৯, কাপাসিয়াতে ৮৭, শ্রীপুরে ৬৭ এবং সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে রয়েছেন ৭২৯ জন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৭ জন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা পজিটিভ এসেছে। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫৬ জনের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network