১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু

আপডেট: মে ৩১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় জ্বর, সর্দি নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া এলাকার ৬৫ বছর বয়সী বৃদ্ধ মারা যান। এইকভাবে করোনা উপসর্গ নিয়ে ভর্তির এক ঘন্টা পর মারা যান উজিপুর উপজেলার সাতলা গ্রামের ৫০ বছর বয়সী এক পুরুষ। তিনি শনিবার রাত ১১টা ২০ মিনিটে ভর্তি হন এবং মারা যান রাত ১২টা ৪৫ মিনিটে।
 
এর আগে শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে মারা যান মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৪৫ বছর বয়সী একজন। তিনি শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ভর্তি হয়েছিলেন করোনা ওয়ার্ডে। শনিবার বেলা সাড়ে ১২টায় বাকেরগঞ্জ উপজেলার কলশকাঠী গ্রামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান।
 
এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মারা যান ৩৩ জন। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১৯ রোগী। এর মধ্যে ৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network