২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মুলাদীতে স্বাক্ষরজাল করে ছাত্রলীগের কমিটির প্রকাশ করায় সভাপতি’র থানায় মামলা দায়ের

আপডেট: জুন ৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

রেজ হাওলাদার।।  বরিশালের মুলাদী উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল ও সাধারণ
সম্পাদক কাজী মোঃ মুরাদ হোসেন এর স্বাক্ষর জাল করে বাটামারা ইউনিয়নে
ছাত্রলীগের কমিটির প্রকাশ করায় ৩জনকে আসামী করে মুলাদী থানায় মামলা দায়ের
করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল। অভিযোগ সূত্রে জানা
যায় গত ৩০ মে শনিবার সকাল ৮ ঘটিকায় মামলার আসামী বাটামারা ইউনিয়নের
চরবাটামারা গ্রামের বারেক সরদার এর পুত্র মুরাদ হোসেন (৩০) নিজ বাসায় বসে
ভুয়া বাংলাদেশ ছাত্রলীগের প্যাড ও সীল তৈরি করে ১নং আসামী মুরাদ নিজ
আহবায়ক হয়ে ২নং আসামী চিঠিরচর গ্রামের মালেক সিকদার এর পুত্র ফিরোজ
মাহমুদকে যুগ্ন আহবায়ক করে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক এর স্বাক্ষর
জাল বানিয়ে কমিটি প্রকাশ করায় উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ
জুয়েল মুলাদী থানায় ৩জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে উপজেলা
ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল এর কাছে জানতে চাইলে তিনি বলেন
যেখানে বিশ্ববাসী স্থবির হয়ে আছে করোনা মহামারীর কারণে, ছাত্রলীগ
সদাসর্বদা অসহায মানুষের জন্য কাজ করে যাচ্ছে এরমধ্যে কোন ইউনিয়নে কমিটি
প্রকাশ করার মানে ছাত্রলীগকে কলঙ্কিত করা। আমরা মুজিব আদশের সৈনিক জীবন
দিব তারপরেও ছাত্রলীগের গায়ে কলঙ্কের দাগ লাগতে দিব না। তাই আমি নিজে
বাদী হয়ে বাটামারা ইউনিয়নের ছাত্রলীগের ভুয়া কমিটির উপর মামলা দায়ের
করেছি।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network