২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালের আঞ্চলিক ভাষার অসম্ভব সুন্দর কবিতা মোহাম্মদ এমরান এর “ও মনু বোজজো”

আপডেট: জুন ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

“ও মনু বোজজো”
মোহাম্মদ এমরান

ও মনু বোজজো
মোরে বলে খোজজো
মুই গেছি কোলায়
এদিগে মায় বোলায়!

নতুন লুঙ্গি কিইন্না
সেলাই ছাড়া ফিইন্না
দাহান লইয়া আতে
গেছি কচু কাটতে!

দাদো কইলে মনা
আনদেহি কয়ডা টনা
জানের পাড়ে গাইররা
বুইন্না দে কয়ডা মাইররা!

কাক্কু আবার ডাক দেছে
গরু-বাছুর মেলা অইছে
পাশের বাড়ীর জালা খাইছে
হেইয়া লইয়া তুমুল বাজজে!

ও মনু বোজজো
মোরে বলে খোজজো
মুই নামছি পুহৈরে
ভাত খামু কিদ্দা দুহৈরে!

বুজায় কয় হরছ কি
খালের পাড়ে গেছোস নি
জোয়ারে বলে ভাইসসা যায়
কূলে হুদা মাছ লাফায়!

মুই এইয়া হুইন্না
কোছে গুইজ্জা দুইন্না
কৈয়া জালডা লইয়া
হেম্মে গেলাম দৌড়াইয়া!

গোজ দুহান গাইররা
জাল দিলাম ছাইররা
মাছের টানে জাল লড়ে
মনডায় মোর কেমন করে!

মাছ টোহাইতে বেলা যায়
এম্মে আবার মায় গাইলায়
নাওন খাওন থুইয়া
কোলায় থাহো বইয়া!

জৈষ্ঠ্য মাসে মধুর দিন
আম টোহাইনা মেলা দিন
গিয়া দেহি গাছ তলায়
বাদুর খাইছে ছালায় ছালায়!

হুপু এইবার আইবো না
আম কি দিতে পারমু না
বইন বনাইরে কি দিমু
না দিলে তো কতা হুনমু!

ও মনু বোজজো
মোরে বলে খোজজো
মুই গেছি বাগানে
বাজান দেহি সব জানে!

নাহৈলগুলান ঝুনা অইছে
কাউগুলান পাইক্কা ওউলদা অইছে
ঐ বাড়ীর পোলাহানে
সব পাইররা খায় এহানে!

নেবাই ডাহে কৈ গেলি
এম্মে এট্টু আয় দেহি
ঠাডাপরা রৈদ ওঠছে
ধানগুলানরে খৈল্যানে দে!

বাসমতিগুন ভাঙাইয়া
কারে রাখমু উডাইয়া
কোরবানিতে সব আইবো
গুড়িহইররা পিডা খাইবো!

ও মনু বোজজো
মোরে বলে খোজজো
গোয়াল ঘরে গোবর হালাই
কাম ছাড়া মোর জিরান নাই!

০৫/০৬/২০২০।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network