২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

আপডেট: জুন ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রাজধানীর শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন ও পিপিপি সেল) মো. রফিকুল ইসলাম খানকে প্রধান করে কমিটির প্রধান করে সোমবার (২৯ জুন) এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ৫০ জন যাত্রী নিয়ে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। দুপুর দেড়টা পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network