২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬ বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ছাই দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান হিজলা-মেহেন্দিগঞ্জের প্রান্তিক ভোটাররা ঝুঁকছেন দাঁড়িপাল্লার দিকে বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা: ডা. শফিকুর রহমান গৌরনদী বার্থী ইউনিয়নে জহির উদ্দিন স্বপনের ব্যাপক গণসংযোগ বাকেরগঞ্জের ইউএনও, সার্কেল এএসপি ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রত্যাহারের দাবি

আমতলীতে সাত খন্ড হত্যা মামলার আসামী ও সেনাসদস্য কর্তৃক জমি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন

আপডেট: জুলাই ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে চাঞ্চল্যকর সাত খন্ড হত্যা মামলার আসামী ও বরখাস্তকৃত সেনাসদস্য শাহআলম কর্তৃক ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে জমি দখল করে নেওয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন ভূক্তভোগীরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কুকুয়া গ্রামের আঃ লতিফ হাওলাদারের পুত্র মোঃ সোহেল হাওলাদার ভূক্তভোগী পরিবারের পক্ষে এ সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল হাওলাদার অভিযোগ করেন, আঠারোগাছিয়া ইউনিয়নের গেড়াবুনিয়া গ্রামের মৃত্যু আমজেদ হাওলাদারের পুত্র ১২ বছর পূর্বে পালিয়ে আসা সেনা সদস্য (বরখা¯Í), একই গ্রামের চাঞ্চল্যকর সাত খন্ড শহিদ মাস্টার হত্যা মামলার এজাহার নামীয় আসামী ও এলাকার চিহ্নিত সুদখোর মোঃ শাহআলম হাওলাদার। গত ২০ বছর পূর্বে আমার চাচা মোঃ আইয়ূব আলী হাওলাদারের কন্যা বিউটি বেগমকে বিয়ে করেন শাহআলম হাওলাদার। বিয়ের ৫ বছর পরে চাচা আইয়ূব আলী হাওলাদারের অংশ থেকে জামাতা শাহআলম ও তার মেয়ে বিউটি বেগমের কাছে খাকদান মৌজার ১০২ ও ১০৪ খতিয়ান থেকে ৪২ শতাশং জমি বিক্রি করেন। এই খতিয়ানে আমার পিতাসহ আরো পাঁচ জন চাচাদের ক্রয়কৃত ৪ একর ৮ শতাংশ জমি রয়েছে। কিন্তু ওই খতিয়ান থেকে শাহআলম যে পরিমান জমি ক্রয় করেছে তার চেয়ে বেশী জমি দখল নিয়ে ঘর তুলতে গেলে আমিসহ অন্যান্য ওয়ারিশরা তাতে বাঁধা দেই।

এই বাঁধা উপেক্ষা করে গত ২২ জুলাই শাহআলম দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে এনে ওই বিরোধীয় জমিতে ঘর তুলতে যায়। এতে আমরা বাঁধা দিলে শাহআলম সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে মারধর করে তাড়িয়ে দেয় এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দেওয়ার হুমকি প্রদান করেন। তিনি সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করেন, শাহআলম হুমকি দিয়ে বলেন ওই জমি দখল নিতে প্রয়োজনে দশটি মার্ডার করা হবে। যা মুঠোফোনের কথোপকথনে রেকর্ড করা আছে। তিনি আমাদেরকে গুলি করে মেরে ফেলারও হুমকি দেয়।

এ বিষয়ে আমতলী থানায় আজ (বৃহস্পতিবার) একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। সাধারণ ডায়েরী নাম্বার -১০০৫/২৩ জুলাই ২০২০ইং।

অভিযুক্ত বরখাস্তকৃত সেনা সদস্য শাহআলম মুঠোফোনে (০১৭৬২৮৫৭৩০১) আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আমার ক্রয়কৃত জমিতে ঘর তুলতে গেলে উল্টো তারাই আমাকে বাঁধা দেয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী রেকর্ড করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হেলাল প্যাদা, সোহাগ হাওলাদার, আব্বাস হাওলাদার, আব্দুল হক হাওলাদার, খোকন হাওলাদার প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network