২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রেকর্ড ৫০ হাজার করোনা রোগী শনাক্ত

আপডেট: জুলাই ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: ভারতে প্রথমবার অনলাইন  একদিনে ৫০ হাজারের বেশি মানুষ কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটির সংস্করণের হিসাব অনুযায়ী, সোমবার সকাল নাগাদ মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে গেছে।

টাইমস অব ইন্ডিয়া এই হিসাব দিয়েছে রাজ্যগুলো থেকে পাওয়া রবিবারের সংখ্যা যোগ করে। দিনভিত্তিক সরকারি হিসাবের ঘোষণা এখনো আসেনি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, আক্রান্ত ও মৃতের তালিকায় তিন নম্বরে থাকা ভারতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৩২ হাজার ৮১২ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৭৩৫ জন।

শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪৩ লাখ ৭১ হাজার ৫০০ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৮৪৫ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৯০ হাজার ১২৯ জন।

নতুন এই রোগটি থেকে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত সেরে উঠেছেন এক কোটি ৩৭ হাজার ৬৩৭ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৫১ হাজার ৬৭৪ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৪ লাখ ৫ হাজার ২০৪ জন।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ১২ হাজার ৪৮৫ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ২৬৯ জন।

পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৪ লাখ ৪৫ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৬ হাজার ৭৬৯ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network