পটুয়াখালীতে দুই কলেজছাত্রকে কোপানো সেই কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক
আপডেট: জুলাই ২৭, ২০২০
ফেইসবুক শেয়ার করুন
পটুয়াখালীতে দুই কলেজছাত্রকে কোপানো সেই কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক
আপডেট:
Photo Card
Preview
পটুয়াখালীতে দুই কলেজছাত্রকে কোপানো সেই কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক
নিজিস্ব প্রতিবেদক: পটুয়াখালীতে গত ২২ জুলাই প্রকাশ্যে এনামুল হক মুন্না ও নিবির দাস গুপ্ত নামে দুই কলেজছাত্রকে কুপিয়ে মারাত্মক জখম করেছে এক কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই ঘটনায় সেই কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে র্যাব। রোববার রাতে বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে হামলার ঘটনায় ব্যবহৃত বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটকরা হলেন-পটুয়াখালী শহরের সদর রোড এলাকার মশিউর রহমান কিসলুর ছেলে সিফাত, শিমুলবাগ এলাকার সাজু সিকদারের ছেলে আরমান, সবুজবাগ এলাকার খলিলুর রহমানের ছেলে রিজন ও চকবাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুর রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র...
নিজিস্ব প্রতিবেদক: পটুয়াখালীতে গত ২২ জুলাই প্রকাশ্যে এনামুল হক মুন্না ও নিবির দাস গুপ্ত নামে দুই কলেজছাত্রকে কুপিয়ে মারাত্মক জখম করেছে এক কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই ঘটনায় সেই কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে র্যাব।
রোববার রাতে বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে হামলার ঘটনায় ব্যবহৃত বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটকরা হলেন-পটুয়াখালী শহরের সদর রোড এলাকার মশিউর রহমান কিসলুর ছেলে সিফাত, শিমুলবাগ এলাকার সাজু সিকদারের ছেলে আরমান, সবুজবাগ এলাকার খলিলুর রহমানের ছেলে রিজন ও চকবাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুর রহমান।
এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি ইফতেখারুজ্জামান।
তিনি জানান, গত ২২ জুলাইয়ের হামলার ঘটনা নিয়ে গণমাধ্যমে চিত্রসহ একটি প্রতিবেদন প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পটুয়াখালী র্যাব-৮ এর নজরে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হামলাকারীরা বরিশালে আত্মগোপনে রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।