২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬

দুমকির নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবন বিপর্যস্ত

আপডেট: আগস্ট ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:; অমাবস্যার জোয়ার ও টানা বৃষ্টিতে পটুয়াখালীর দুমকিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পায়রা নদীতে বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের লেবুখালী ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে। দুর্ভোগের শিকার হচ্ছে পারাপারে আটকেপড়া যানবাহনের দূর-দূরান্তের যাত্রী সাধারণ ও প্রত্যন্ত এলাকার শত শত পানিবন্দি পরিবারের মানুষ। পানিতে মাঠঘাট, ফসলি জমি, পুকুর ডোবা, গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে থাকায় স্বাভাবিক চলাচল বিঘ্নিত এবং টানা বৃষ্টিতে ঘরবন্দি মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।সরেজমিন পরিদর্শনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় লেবুখালী ফেরিঘাট, পাংগাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ-চান্দখালী, বাঁশবুনিয়া, হাজিরহাট, আলগি, আংগারিয়া ইউনিয়নের বাহেরচর, জলিশা কদমতলা ও মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি, দক্ষিণ মুরাদিয়ার কলাগাছিয়া এবং লেবুখালী ইউনিয়নের লেবুখালী, আঠারগাছিয়া, কার্ত্তিকপাশাসহ বিস্তীর্ণ নিম্নএলাকা পায়রা, পাতাবুনিয়া ও লোহালিয়া নদীর জোয়ারের পানিতে ও বিগত ৪-৫ দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে।

লেবুখালী ফেরিঘাটের পশ্চিমে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের দুটি পয়েন্টে, মুরাদিয়ার কুতুবখালী খালসংলগ্ন এলাকা ও এর আশপাশে ৪-৫টি পয়েন্টে ও পাংগাশিয়ার রাজগঞ্জের ২টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে পায়রা ও লোহালিয়া নদীর জোয়ারের পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বেড়িবাঁধের বাইরের অবস্থা আরও ভয়াবহ। ৫-৬ ফুট উচ্চতার পানিতে ওই সব এলাকার শত শত পরিবার পানিবন্দি হয়ে রয়েছে।

অপরদিকে গত ৫ দিনের টানা বৃষ্টির পানিতে মাঠ-ঘাট ফসলি জমি তলিয়ে থাকায় বিস্তীর্ণ এলাকার কয়েকশ’ হেক্টর জমির ফসলি জমির চাষাবাদ বন্ধ এবং রোপা আমন রোপণ বন্ধ হয়ে আছে। এছাড়া পায়রা নদীর বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে তলিয়ে গেছে লেবুখালী ফেরিঘাটের উভয় ঘাট। জোয়ারের সময় ঘাটের পন্টুনসহ আশপাশ ডুবে গেছে।

৫-৬ ফুট পানি থাকায় কোন যানবাহন ফেরিতে উঠতে পারছে না। ফলে জোয়ারের সময় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হয়েছে। দূরপাল্লার পরিবহন কোনোমতে সাঁতরে পারাপার হলেও ছোটখাটো যানবাহন ফেরিতে ওঠতে না পারায় ৩-৪ ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। এতে অবর্ণনীয় ভোগান্তির শিকার হয়েছে ওই সব অভ্যন্তরীণ রুটের যানবাহনগুলোর যাত্রী সাধারণ। এদিকে দিনভর টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network