২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সাংবাদিক সরোয়ার অপহরণ: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি

আপডেট: নভেম্বর ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সাংবাদিক গোলাম সরোয়ারকে অপহরণে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতারা।
দুপুরে দামাপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি দেয়া হয়। এসময় সাংবাদিক নেতারা বলেন, এ ধরনের ঘটনা গণমাধ্যম কর্মীদের জন্য অশনি সংকেত।  অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

স্মারকলিপি দেয়ার সময় সিইউজের সভাপতি মোহম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার নিজ বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার সাংবাদিক গোলাম সরওয়ার। নিখোঁজের ৪ দিন পর রোববার রাতে সীতাকুন্ডের কুমিরা থেকে তাকে উদ্ধার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network