আপডেট: এপ্রিল ২২, ২০২১
খেলাধুলা:: অবশেষে ক্যান্ডি টেস্টে বহুল প্রতিক্ষীত সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক। শ্রীলংকার পাল্লেকেলেতে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ২২৪ বলে সেঞ্চুরি তুলে নেন মমিনুল।
এ নিয়ে মমিনুল হকের টেস্ট সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে। এদিকে মমিনুলের সেঞ্ঝুরির পরপরই ১৫০ রানের মাইলফলক অর্জন করেন প্রথম দিনের নাজমুল হোসেন শান্ত।
ক্যান্ডি টেস্ট দিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন শান্ত। ব্যর্থতার বৃত্ত ভেঙে নিজেকে ফিরে পাওয়াটা সহসাই হারাতে চান না তিনি। তাই তার লক্ষ্য, যত বেশি সময় ব্যাট করে ইনিংস লম্বা করা যায়।
তবে প্রথম দিন শেষে জানিয়ে গিয়েছিলেন, দ্বিতীয় দিনে তাদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কারণ দিনের শেষভাবে এসে লঙ্কান বোলাররা তাদের বেশ ভুগিয়েছে। সে কারণেই হয়তো দ্বিতীয় দিনে ডিফেন্সিভ ক্রিকেট খেলছে বাংলাদেশ।

