২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভারতে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড, স্বাস্থ্যবিধি মেনে আহমেদাবাদে সাকিবরা

আপডেট: এপ্রিল ২৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। প্রায় প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের বিশ্ব রেকর্ড হচ্ছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জন। এই পরিস্থিতিতেও ভারতে চলছে আইপিএল। শনিবার রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হারের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সের মুম্বাই পর্ব শেষ হয়েছে। আজ থেকেই শুরু হচ্ছে সাকিবদের আহমেদাবাদ পর্ব।

করোনা জর্জরিত ভারতে চলাফেরা করতে কঠোর স্বাস্থবিধি মেনে চলছে কলকাতা দল। মাস্ক-পিপিই ব্যবহার করে এরই মধ্যে মুম্বাই থেকে আহমেদাবাদে পৌঁছেছে মরগান বাহিনী।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চারটি ম্যাচ খেলবে কলকাতা। আজ তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। এরপর ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে সাকিবরা। ৩ মে তাদের প্রতিপক্ষে বিরাট কোহলির বেঙ্গালুরু। শেষ ম্যাচে ফের দিল্লির মুখোমুখি হবে কলকাতা।

প্রথম তিন ম্যাচের একটিতে জয় পেয়েছিল কলকাতা। সে ম্যাচগুলোতে খেলেছিলেন সাকিব। পরের দুই ম্যাচে সাকিবকে বসিয়ে সুনিল নারিনকে খেলালেও জয়ের দেখা পায়নি ম্যাককালামের শিষ্যরা। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে রয়েছে তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network