১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাগেরহাটে আবারও লোকালয়ে সুন্দরবনের হরিণ

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাগেরহাটের মোংলার লোকালয়ে এসে আটকে পড়া একটি মায়াবী হরিণ উদ্ধারের পর আবারও তা বনে ফেরত পাঠানো হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের একটি বাড়ির পেছন থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর বনের ঘাগড়ামারি থেকে আরও একটি হরিণ উদ্ধার করা হয়েছিল।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. এনামুল হক জানান, প্রায় ১৮-২০ কেজি ওজনের একটি পুরুষ মায়াবী হরিণ উদ্ধার করে চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, বাঘের তাড়া খেয়ে অথবা খাদ্যের সন্ধানে হরিণটি লোকালয়ে চলে আসতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network