২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

একদিনে এলো ১১৪৪ টন পেঁয়াজ, কমছে দাম

আপডেট: অক্টোবর ১১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্ধের আগের দিন রবিবার (১০ অক্টোবর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনেই আমদানি হয়েছে এক হাজার ১৪৪ টন পেঁয়াজ। সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, ‘দু দিন আগে পেঁয়াজ বিক্রি করেছি ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে। আজ (সোমবার) বিক্রি করছি ৪৫ থেকে ৪৭ টাকা কেজি।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, ‘ভারত থেকে বাড়তি দামে আমদানির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। এ ছাড়া বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমার কারণে দাম বেড়ে যায়। এ কারণে ভারতীয় পেঁয়াজের চাহিদা বাড়ায় দামও বাড়ে।

তবে গত কয়েকদিন ধরে বাড়তি পেঁয়াজ আমদানি হয়েছে। রবিবার বন্দর দিয়ে ৪২টি ট্রাকে এক হাজার ১৪৪ টন পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমতির দিকে রয়েছে। মোকামে দেশি যে পেঁয়াজের দাম ছিল দুই হাজার ২শ’ টাকা মণ, তা এখন কমে এক হাজার ৮শ’ টাকায় নেমে এসেছে। এ কারণে আমদানি করা পেঁয়াজের দাম কমে আসছে। আর যে পরিমাণ আমদানি করা পেঁয়াজ আছে তাতে পূজার বন্ধের কারণে কোনও ঘাটতি হবে না, দামের ওপরও কোনও প্রভাব পড়বে না।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network