৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পুকুর থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট: অক্টোবর ১২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুমিল্লার বুড়িচংয়ে ৭ ফুট লম্বা ৩০ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করেছে গ্রামবাসী। সোমবার (১১ অক্টোবর) বিকেলে ভারতীয় সীমান্তবর্তী রাজাপুর ইউনিয়নের ভবেরমুড়া এলাকার পুকুর থেকে অজগরটি আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের পাশে একটি পুকুরে অজগর সাপ দেখে এলাকাবাসী একত্রিত হয়ে সাপটি আটক করে। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে নিয়ে যায়।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, অজগর সাপটিকে স্থানীয় কিছু যুবক আটক করে। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তের বন থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে এসেছে। কোনো শারীরিক সমস্যা না থাকায় রাতেই বন বিভাগের কর্মকর্তারা রাজেশপুর ইকো পার্কে অজগরটি অবমুক্ত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network