২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালকে ১২৬ রানের ‘চ্যালেঞ্জ’ চট্টগ্রামের

আপডেট: জানুয়ারি ২১, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ খেলাধুলা: দিন আসে দিন যায়, মিরপুরে রানের হাহাকার বুঝি শেষই হয় না! সে দৃশ্যের ব্যতিক্রম হলো না বিপিএলের শুরুর ম্যাচেও। শুরুর ওভারেই ফরচুন বরিশাল চেপে ধরল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে, এরপর থেকে ইনিংসের শেষ পর্যন্ত রানের জন্য সংগ্রামই করতে হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। তাতে ২০ ওভার শেষে কেবল ১২৫ রানই তুলতে পারল মেহেদি হাসান মিরাজের দল, সাকিব আল হাসানের দলের সামনে তাই চ্যালেঞ্জটা দাঁড়াল ১২৬ রানের।

অথচ শুরুতে ভিন্ন কিছুরই আভাস দিচ্ছিলেন কেনার লুইস। দিন দুয়েক আগে ক্যারিবীয় এই ব্যাটার জানিয়েছিলেন, বাংলাদেশের মাটিতে ঝড় তুলতে তর সইছে না তার। ইনিংসের শুরুর বলে তার একটা নমুনাই যেন দেখালেন তিনি। শুরুর ওভার করতে আসা নাইম হাসানের করা হাফ ট্র্যাকারটাকে নিয়ে আছড়ে ফেলেছিলেন সীমানার ওপারে। এক বল পর নাইম বলটা ফেলেছিলেন আরেকটু সামনে, ফুলার লেন্থের বলটা ঠিকঠাক পড়তে না পারার খেসারত দেন লুইস, ধরা পড়েন বাউন্ডারি লাইনে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network