১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রয় করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ’গর্বের বাকেরগঞ্জ’ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহিন ও সাধারণ সম্পাদক ফিরোজ! আলতাফ হোসেন বেঁচে আছেন তার হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে : মামুন-অর-রশিদ গৌরনদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত দর্শনায় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ একজন আটক দর্শনায় ৪ কেজি গাঁজাসহ আটক ১ বরিশালের তরুণ সাংবাদিক এম সাইফুল’র শুভ জন্মদিন আজ জিয়া স্মৃতি পাঠাগারের স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করলেন নুরুল ইসলাম নয়ন বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের ডাকা হরতাল প্রত্যাহার

চরফ্যাসন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কুয়াকাটায় অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, কুয়াকাটা থেকে ফিরেঃ ঋতুরাজ বসন্তের প্রথম প্রহরে সাগর কন্যা কুয়াকাটায় ঐতিহ্যবাহী চরফ্যাসন প্রেসক্লাবের আয়োজনে সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণ- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ফেব্রুয়ারি) কুয়াকাটা সিকদার রিসোর্টে অবস্থান নিয়ে নান্দনিক সৌন্দর্য দর্শন ও সমুদ্র সৈকতে দিন ব্যাপী আনন্দ- উল্লাসের মধ্য দিয়ে এ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
বিকেলে সী-বিচ এলাকায় ফুটবল খেলা,সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃহস্পতিবার সকালে লটারি ড্র অনুষ্ঠিত হয়।
আনন্দঘন এ ভ্রমণের নেতৃত্ব দেন চরফ্যাসন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র। আনন্দ ভ্রমণে বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহণ করেণ ছিলেন চরফ্যাসন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য কায়সার আহমেদ দুলাল ও ইউসিবি ব্যাংক চরফ্যাসন শাখার ব্যবস্থাপক শামস উদ্দিন নির্ঝর। এছাড়াও সিনিয়র সাংবাদিক ইদ্রিস মাদ্রাজি, অধ্যাপক মিজানুর রহমান,কবির মহাজন,কামাল হোসেন ও প্রবীণ সদস্য আঃ জলিল সম্মানিত অতিথি হিসেবে আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সহ-সভাপতি এম আবু সিদ্দিক,ইয়াছিন আরাফাত, এম আমির হোসেন,নাজু পন্ডিত,কামাল হোসেন মিয়াজী,যুগ্ম সম্পাদক জামাল মোল্লা,দপ্তর সম্পাদক মিজান নয়ন,বার্তা সম্পাদক কামরুল শিকদার,অর্থ সম্পাদক নেসার নয়ন,প্রচার ও প্রকাশনা সম্পাদক অশোক সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন জমাদার,ক্রীড়া সম্পাদক মাহবুব,সাহিত্য সম্পাদক এসআই মুকুল,সদস্য ও সরকারি কলেজের প্রভাষক মো.নজরুল,কামাল গোলদার, শাহাবুদ্দিন শিকদার,সদস্য ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন,মোহাম্মদ ছায়েদ, এ আর সোহেব চৌধুরী, আমিনুল ইসলাম,নুরুল্লাহ ভূইয়া অংশ গ্রহণ করেন।
আনন্দ ভ্রমণে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ও সাংস্কৃতিক সম্পাদক সজীব শাহরিয়ার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network