২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বিডিঅ্যাপস

আপডেট: মার্চ ১৬, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: জাতীয় অ্যাপস্টোর বিডিঅ্যাপস এর আয়োজনে বরিশাল বিডিঅ্যাপস ডেভেলপার এবং ডেভেলপার হিসেবে কাজ করতে আগ্রহী, আইটি ইন্সটিটিউট, ট্রেনিং সেন্টার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিডিঅ্যাপস বরিশাল গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠান।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল নগরীর একটি স্থানীয় অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানটি। আয়োজনে বিডিঅ্যাপস এর সঙ্গে সংযুক্ত এসব প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্লাটফর্মটিতে কাজ করার অভিজ্ঞতা, বর্তমান ডেভেলপারদের সফলতার অনুপ্রেরণাদায়ী গল্প, বিডিঅ্যাপস এর উচ্চপদস্থ কর্মকর্তাদের অভিমত ও পরামর্শ, ভবিষ্যত কর্মপরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, আইসিটি-স্থানীয় মিডিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়ে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।
বিডিঅ্যাপস বরিশাল এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেড এর জেনারেল ম্যানেজার সালাহ উদ্দিন, মিয়াকি মিডিয়া লিমিটেডের সিইও তানিম ইসলাম, রবির ম্যানেজার অপারেশন রেজওয়ান আরেফিন, বিডিঅ্যাপস বিজনেস এনগেজমেন্ট হেড মুহাম্মাদ আলতামিশ নাবিল।
অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন গ্লোবাল ভিলেজ এর রেজিষ্টার মোঃ লোকমান হোসেন, বরিশালবাণী এর বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, রুপালী বার্তার প্রকাশক জাকির আহসান, সাতরং ইনষ্টিটিউট এর পরিচালক আজাদ আলাউদ্দিন, নেক্সট আইটির পরিচালক আলামিন, ফ্রিল্যান্সার সজিবুল ইসলাম সজল সহ একঝাক বিডিঅ্যাপস এর ক্যাম্পাস প্রতিনিধিগণ। অনুষ্ঠানটিতে বরিশালের সফল বিডিঅ্যাপস ডেভলপার এবং বাংলাদেশী চলচ্চিত্রের প্রথিতযশা পাব্লিসিটি ডিজাইনার সাজ্জাদুল ইসলাম সায়েমের হাতে বিডিঅ্যাপস এর পক্ষ থেকে একটি সম্মাননা পদক তুলে দেয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে রবি এবং বিডিঅ্যাপস থেকে উপস্থিত ছিলেন শাহেদ সাদ উল্লাহ, মোহাম্মদ আরিফ হাসান, ফাতেমা নাশরাহ, মাহমুদা ইসলাম, সৈয়দ ফাহাদ মাহমুদ এবং নাজমুল হোসাইন। অনুষ্ঠানটিতে উপস্থিত সকলকে বিডিঅ্যাপস বরিশাল অঞ্চলের কমিউনিটি এনগেজমেন্ট পদে নবনিযুক্ত মোঃ আশিকুর রহমান আশিক-এর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।
উল্লেখ্য বিডিঅ্যাপসের ওয়েবসাইটে বর্তমানে ২৫ হাজারের বেশি ডেভেলপারের পাশাপাশি ৫০ হাজারের বেশি অ্যাপ রয়েছে। যার মধ্যে ২০ শতাংশই নারী ডেভেলপার। বিগত বছরে, বিডিঅ্যাপস এই ডিজিটাল যুগে একটি আত্মনির্ভর প্রজন্ম গড়ে তুলতে ডেভেলপারদের মধ্যে ৬৫ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছে। যে কোনও ব্যক্তি (প্রোগ্রামার এবং নন-প্রোগ্রামার উভয়ই) dev.bdapps.com ওয়েবসাইটের এর মাধ্যমে অ্যাপ্লিকেশন তৈরি এবং প্রকাশের যাত্রা শুরু করতে পারবেন। যে কোনও জিজ্ঞাসা ও সাহায্যের জন্য ডেভেলপার্সরা যে কোন সময় যোগাযোগ করতে পারবেন এই ইমেইল support@bdapps.com ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network