২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

উথলী বাজারপাড়ায় বায়তুন নুর ওয়াক্তিয়া মসজিদের উদ্বোধন

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন
বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান | ছবি: আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের বাজারপাড়া কবরস্থান সংলগ্ন স্থানে বায়তুন নুর ওয়াক্তিয়া মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২রা সেপ্টেম্বর) এশার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয়। মসজিদ উদ্বোধন শেষে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা আবুজার গিফারী ও উথলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী ইসমাইল হোসেন।

বায়তুন নুর ওয়াক্তিয়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মানোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হাই, উথলী বাজার দোকান মালিক কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরু, উথলী বাজারপাড়া কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি সালাউদ্দীন কাজল, উথলী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু, জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network