আপডেট: অক্টোবর ৩১, ২০২২
ছবি» আপডেট নিউজ
এম.এ.আর.নয়ন: আদালতের নির্দেশে চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরণগাছি গ্রামে অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলার পলাতক আসামির বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ। ক্রোককৃত মালামালসমূহের মধ্যে এলইডি টিভি, প্লাস্টিকের চেয়ার, স্ট্যান্ডসহ সেলাই মেশিন, পুরাতন বাইসাইকেল, হাড়ি-পাতিলসহ অন্যান্য জিনিসপত্র রয়েছে। সোমবার (৩১শে অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই মো. আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ কিরণগাছি গ্রামে পলাতক আসামি ফরিদা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল ক্রোকি পরোয়ানামূলে জব্দ করে থানায় নিয়ে আসেন।
পুলিশ জানায়, ঝিনাইদহ সি আর ২৬১/২২ মামলার আসামি মোসাম্মৎ ফরিদা খাতুন আদালতে হাজির না হয়ে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরণগাছি গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী। আসামি পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামির বাড়ির মালামাল ক্রোক করার নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশনার প্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই মো. আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সোমবার দুপুরে সদর উপজেলার কিরণগাছি গ্রামে পলাতক আসামি ফরিদা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির মালামালসমূহ ক্রোক করেন। মালামাল ক্রোকের পর বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়।
উল্লেখ্য, এএসআই মো. আশরাফুজ্জামান চুয়াডাঙ্গা সদর থানায় যোগদানের পর থেকে ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করেছেন। একাধিক বার পেয়েছেন জেলার শ্রেষ্ঠ এএসআইয়ের পুরস্কার। এছাড়া তিনি খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআইয়ের পুরস্কারও পেয়েছেন। সোমবার দুপুরে মালামাল ক্রোকের যে অভিযান তিনি পরিচালনা করেছেন এ ধরনের অভিযান সচরাচর দেখা যায় না।

