২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

সাংবাদিক কাজী মিরাজের মায়ের ইন্তেকাল

আপডেট: নভেম্বর ৭, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের সিনিয়র সাংবাদিক ও স্থানীয় দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক-প্রকাশক কাজী মিরাজ মাহমুদের মাতা মোমেনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের বান্দরোডস্থ রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজের মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আগৈলঝাড়া-গৌরনদী আসনের এমপি (মন্ত্রী মর্যাদা) ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুনসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক এবং সাংবাদিক সংগঠন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ সন্তানের জনক মেমেনা বেগম দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২ নভেম্বর শহরের অক্সফোর্ড মিশন রোডের বাসায় অসুস্থবোধ করলে তাঁকে বান্দরোডস্থ রাহাত আনোয়ার হাসপাতালে নেওয়া হয়। এবং সেখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু আশির্ধ্ব এই নারীর শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি। বরং সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মায়ের মৃত্যুতে সাংবাদিক নেতা কাজী মিরাজ মাহামুদ মানসিকভাবে ভেঙে পড়েছেন।

দৈনিক পরিবর্তন পত্রিকার বার্তা সম্পাদক সাইদ মেমন জানান, সম্পাদকের মায়ের জানাজা নামাজ আজ সোমবার রাত সাড়ে ৮টায় শহরের অক্সফোর্ড মিশন রোডে অনুষ্ঠিত হবে। এবং পরে মুসলিম গোরস্থানে সমাহিত করা হবে।

এই সাংবাদিক নেতার মায়ের মৃত্যুতে আরও শোকপ্রকাশসহ তাঁর মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবরের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল’র সভাপতি হাসিবুল ইসলাম এবং খন্দকার রাকিব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network