২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

নয়াপল্টনে সহিংসতার তদন্ত চায় যুক্তরাষ্ট্র

আপডেট: ডিসেম্বর ৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঢাকায় রাজনৈতিক সহিংসতার তদন্ত দেখার প্রত্যাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষকে ওই তদন্তে উৎসাহিত করছে দেশটি। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানান।

দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত রাষ্ট্রদূত পিটার হাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন দূতাবাস বুধবার ঢাকায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার প্রতিবেদনে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি এবং ভয় দেখানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাই। ’

মার্কিন রাষ্ট্রদূত বিবৃতিতে আরো বলেন, ‘আমরা সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার এই খবরগুলো তদন্ত করতে এবং মতপ্রকাশ, সমিতি এবং শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে উৎসাহিত করি। ’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network