২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কোহলিকে ফিরিয়ে ঢাকা টেস্ট জমিয়ে তুলল বাংলাদেশ

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:: স্বল্প পুঁজি নিয়েই এখন ঢাকা টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। মিরপুরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে ভারতীয় দল। শেষ বিকেলে টাইগার স্পিনারদের তোপের মুখে পড়ে সফরকারী দলের ব্যাটাররা। দিনের শেষ উইকেট হিসেবে ফিরেছেন বিরাট কোহলি।

শনিবার টেস্টের তৃতীয় দিন শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ২য় ইনিংসে তুলেছে ৪৫ রান। জয়ের জন্য তাদের এখনো প্রয়োজন ১০০ রান। বাংলাদেশের চাই ৬ উইকেট।

ঢাকা টেস্ট জিততে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ দল। এরপর স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারতীয় দল। অধিনায়ক লোকেশ রাহুলকে দিয়ে শুরু। এরপর চেতেশ্বর পূজারা, শুভমান গিলকে ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ দল। শেষ বিকেলের বড় চমক হিসেবে বিরাট কোহলিকে ফিরিয়েছেন মেহেদী মিরাজ।

টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অক্ষর প্যাটেল এবং জয়দেব উনাদকাট। এর আগে দিনের শেষ উইকেট হিসেবে লেগ শটে মুমিনুল হকের দারুণ ক্যাচে পরিণত হয়ে ব্যক্তিগত ১ রানে ফিরে যান কোহলি।

তৃতীয় উইকেট হিসেবে মেহেদী হাসান মিরাজের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বল মিস করেন শুভমান গিল। সে সুযোগ মিস করেননি সোহান। দারুণ স্ট্যাম্পিংয়ে ৭ রানে ফিরিয়ে দেন গিলকে। ইনিংসের শুরুতে দলীয় ৩ রানের মাথায় সাকিবের বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের কাছে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল।

তৃতীয় দিনে বাংলাদেশ দল সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছিল ২৩১ রান। ১ম ইনিংসে বাংলাদেশ তুলে ২২৭ রান। তারপর ভারতকে ১ম ইনিংসে ৩১৪ রানে আটকান সাকিব-তাইজুল ইসলামরা।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭/১০
ভারত ১ম ইনিংস: ৩১৪/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৭০.২ ওভারে ২৩১/১০ (শান্ত ৫, জাকির ৫১, মুমিনুল ৫, সাকিব ১৩, মুশফিক ৯, লিটন ৭৩, মিরাজ ০, সোহান ৩১, তাসকিন ৩১*, তাইজুল ১, খালেদ ৪; উমেশ ১/৩২, অশ্বিন ২/৬৬, উনাদকাট ১/১৭, সিরাজ ২/৪১, আকসার ৩/৬৮)।
ভারত ২য় ইনিংস: ৪৫/৪।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network