২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক রাসেল হোসেন মুন্নার মা রাশেদা বেগম

আপডেট: ডিসেম্বর ৩০, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

মরহুমা রাশেদা বেগমের ফাইল ছবি » আপডেট নিউজ

দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জীবননগর সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার উথলী প্রতিনিধি রাসেল হোসেন মুন্নার মা রাশেদা বেগম (৫৫)। বৃহস্পতিবার (২৯শে ডিসেম্বর) বেলা ৩টার দিকে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সেনেরহুদা গ্রামস্থ জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদ ও উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফরের স্ত্রী। বৃহস্পতিবার রাত ৮টার সময় সেনেরহুদা ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে জান্নাতুল খাদরা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মরহুমার জানাজায় অংশগ্রহণ করেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও জাগো নিউজের চুয়াডাঙ্গা প্রতিনিধি সালাউদ্দীন কাজল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, সাবেক সভাপতি আতিয়ার রহমান, সহ-সভাপতি রমজান আলী, প্রচার সম্পাদক অর্পণ রকি, দৈনিক পশ্চিমাঞ্চলের উথলী প্রতিনিধি হাসান আহম্মেদ, বিএমএফ টেলিভিশনের জীবননগর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, উথলী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রিন্টু আহম্মেদ ঝনু, সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইমলাম মনি, জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী এবং সেনেরহুদা ও এর আশপাশের গ্রামের মুসল্লিগণ। জানাজা পরিচালনা করেন জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শরিফুল ইসলাম। মৃত্যুর খবর শুনে বৃহস্পতিবার বিকালে মরহুমার বাড়িতে উপস্থিত হয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান দৈনিক সময়ের সমীকরণের ভ্রাম্যমাণ প্রতিনিধি এ, আর, ডাবলু, জীবননগর সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুতাসিন বিল্লাহসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ। এছাড়া দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, মাইটিভির জীবননগর প্রতিনিধি মিথুন মাহমুদ, হিজলগাড়ী প্রেস ক্লাবের সভাপতি আরিফ হাসানসহ অনেকেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, সাংবাদিক রাসেল হোসেন মুন্নার মা রাশেদা বেগম দুরোরোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। রাজশাহী, যশোর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের অভিজ্ঞ চিকিৎসকদের কাছে চিকিৎসা নেওয়ার পরও তিনি আর সুস্থ জীবনে ফিরে আসেননি। সাংবাদিক রাসেল হোসেন মুন্না বলেন, ‘আমার মা অনেক কষ্ট সহ্য করে আমাদের তিনভাই ও একবোনকে বড় করেছেন। আমরা সকলেই এখন প্রতিষ্ঠিত। এখন আমাদের সুখের সংসার। কিন্তু আমার মায়ের কপালে সুখ সইলো না। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। মহান আল্লাহতায়ালা যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।’ আগামী রবিবার বাদ এশা মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মরহুমার বড় ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে উপস্থিত হওয়ার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network