আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৩
নবীনবরণ অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ » আপডেট নিউজ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ডিগ্রি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তীকৃত নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। উথলী ডিগ্রি কলেজের আয়োজনে বুধবার (১লা ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় কলেজের হলরুমে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজটির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান পিল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হাজি রবিউল হোসেন, পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, কর্মচারীবৃন্দ, সকল শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আসিফ। অভিনন্দনপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদা খাতুন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাশেদ আলী, লাইলী খাতুন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিব হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম।
এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার।

