২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

জীবননগরে সকালের সময় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট: জুলাই ২১, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় পত্রিকার পৃষ্ঠপোষকতায় এবং জীবননগর আলোকিত ফুটবল একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গার জীবননগরে “সকালের সময় ফুটবল টুর্নামেন্ট-২০২৩” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবুর সভাপতিত্বে শুক্রবার (২১শে জুলাই) বিকালে জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর হাকিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দিন। উদ্বোধনী খেলায় ঝিনাইদহ ফুটবল একাদশ ও জীবননগরের কাশীপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ঝিনাইদহ ফুটবল একাদশ ৫-৩ গোলে জয়লাভ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জীবননগর আলোকিত ফুটবল একাডেমির পরিচালক কাজী মামুনুজ্জামান আদুন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আজাদ হোসেন, বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্লা, মাইটিভির জীবননগর প্রতিনিধি মিথুন মাহমুদ, দর্শনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হানিফ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, দর্শনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন, সকালের সময়ের জেলা প্রতিনিধি হাতেম আলী, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, জীবননগর প্রতিনিধি এম আই মুকুল, জীবননগর সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুতাছিন বিল্লাহ, উথলী প্রেস ক্লাবের সহ-সভাপতি রাসেল হোসেন মুন্না, দৈনিক সময়ের সমীকরণের ভ্রাম্যমাণ প্রতিনিধি এ আর ডাবলু, দৈনিক এই আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ এম হাকিম, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জীবননগর প্রতিনিধি এম এইচ সম্রাট, সাপ্তাহিক জীবননগর বার্তার অর্পণ রকি প্রমুখ। শত শত দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network