২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান কেন্দ্রীয় কারাগারে

আপডেট: জুলাই ২৮, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

গ্রেপ্তারকৃত বিএনপির সহসাংগঠনিক সম্পাদক
আকন কুদ্দুসুর রহমানকে কেন্দ্রীয় কারাগারে

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ^ বিদ্যালয়ের সাবেক তুখোর ছাত্রনেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ¯েœহধন্য রাজপথের লড়াকু জিয়ার সৈনিক আকন কুদ্দুসুর রহমানকে বিএনপির ডাকা মহাসমাবেশের আগের দিন রাতে ঢাকার লালমাটিয়া বাসা থেকে ঢাকা ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে যায়। বুহস্পতিবার সন্ধ্যায় তাকে সিসিএমএম আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরন করার নির্দেশ নেন।
বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের স্ত্রী মিসেস শিরিন জানান, বুধবার রাত সোয়া ১২টায় একদল সাদা পোষাক পরিহিত ডিবি পরিচয়ে বাসায় প্রবেশ করে তাকে নিয়ে যান এবং এ সময় বাসার সিসি ক্যামেরার ডিভাইস খুলে নেন। ওই রাতে ডিবি পুলিশ হেড কোয়াটারে যোগাযোগ করলে তারা কিছুই জানেন না বলে এবং কৃহস্পতিবার সকাল ১০টায় যোগাযোগ করতে বলেন। বৃহস্পতিবার ১০টায় যোগাযোগ করা হলে তারা একই কথা জানান। পরবর্তিতে ওই বিকেলে বিশেষ ক্ষমতা আইন (১৯৭৪০০) গ্রেপ্তার দেখিয়ে তাকে সিসিএমএম আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরন করার নির্দেশ নেন। মিসেস শিরিন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা ওয়ারেন্টে একজন কেন্দ্রীয় নেতাকে এভাবে বাসা থেকে তুলে নেওয়া ফ্যাসিষ্ট সরকারের চারিত্রিক বহিঃপ্রকাশ। এভাবে নেতাদের গ্রেপ্তার করে আন্দোলন ঠেকানো যাবে না। আকন কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, দপ্তর সম্পাদক রিজভী আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালঅম শাহীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network