২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬

জীবননগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি সাংবাদিক মুকুল

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক এম আই মুকুলকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক এম আই মুকুল উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের কর্মসূচি গ্রহণ এবং সিদ্ধান্ত বাস্তবায়ন, বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ ও ব্যবস্থাপনায় সহযোগিতা করা, বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং সমাজ উন্নয়নে সহায়তা করা প্রভৃতি ক্যাটাগরি বিবেচনাপূর্বক জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ শ্রেষ্ঠ সভাপতি ক্যাটাগরিতে তাকে নির্বাচিত ঘোষণা করেছেন উপজেলা বাছাই কমিটি। উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন রবিবার (১০ই সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় এম আই মুকুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা পারভীন, প্রাথমিক শিক্ষক নেতা মোমিন উদ্দিন, শিক্ষক মোশাররফ হোসেন, শিক্ষক একলাছুর রহমান, শিক্ষক আব্দুল মালেকসহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, অত্র বিদ্যালয়ের অভিভাবকগণ, উপজেলার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায়, সাংবাদিক এম আই মুকুল নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি করতে অসামান্য ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সকল সদস্য এবং শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের সাথে শিক্ষার মানোন্নয়নে নিয়মিত মতবিনিময় সভা করেছেন।

বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

এই বিষয়ে জানতে চাইলে সাংবাদিক এম আই মুকুল বলেন, ‘এই পুরস্কার ৪৭নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টিম ওয়ার্কের ফসল। আমি শুধু তাদেরকে ঠিকমতো তদারকি করেছি আর উৎসাহ দিয়েছি।’ উল্লেখ্য, দৈনিক সকালের সময় পত্রিকার জীবননগর প্রতিনিধি এম আই মুকুল অত্যন্ত দায়িত্ব ও নিষ্ঠার সাথে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জড়িত রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে। সাংবাদিকতা জগতেও উজ্জ্বল করেছেন নিজের নাম। ভবিষ্যতে ভালো কাজের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network