আপডেট: অক্টোবর ২১, ২০২৩
নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের (চরফ্যাসন-মনপুরা) জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের কাজ করতে হবে,
এ জন্য শিক্ষার্থীদেরকে ভালোভাবে পড়াশোনা করে সক্ষমতা অর্জন করতে হবে। তিনি শনিবার( ২১ অক্টোবর) সকাল ১১ টায় দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে নবীন ডিগ্রি শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
এমপি জ্যাকব আরো বলেন, আমার পিতা সাবেক এমপি নজরুল ইসলাম ছিলেন শিক্ষক, শিক্ষক পিতার সন্তান হিসেবে আমি গর্বিত। তিনি বলেন, আমি চরফ্যাসনে রেকর্ড উন্নয়ন করেছি তার মধ্যে শিক্ষা ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছি।
কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ।