২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

‘আমরা সবাই পাগল, কেউ দুনিয়ার কেউ মাওলা পাকের’

আপডেট: নভেম্বর ২২, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‌‘দুনিয়া হলো মাকাল ফলের মতো। এই ফলের জন্য আখিরাত নষ্ট করা যাবে না। আমরা দুনিয়ার জন্য সব মানুষ পাগল। কেউ পদ-পদবির জন্য, কেউ এমপি-মন্ত্রী হওয়ার জন্য, কেউ অর্থ-সম্পদের জন্য, কেউ প্রেমিকার জন্য, আবার কেউ খ্যাতির জন্য পাগল। এর বিপরীতে একদল আছে, মাওলা পাকের পাগল। চরমোনাইয়ের মাহফিলে মানুষকে মাওলার পাগল বানিয়ে দেয়। এতে মানুষ দুনিয়ার মোহ ছেড়ে দ্বীনের পাগল হয়।’বুধবার (২২ নভেম্বর) বাদ জোহর চরমোনাই মাদ্রাসার মাঠে ১০০তম বার্ষিক মাহফিলের উদ্বোধনী বয়ানে এসব কথা বলেন তিনি।

সবাইকে দুনিয়ার হাকিকত সম্পর্কে জানতে হবে উল্লেখ করে রেজাউল করীম বলেন, ‘পরকাল নিয়ে সবাইকে চিন্তা করতে হবে, মুরাকাবা করতে হবে। সব মানুষ ফকির অবস্থায় দুনিয়ায় জন্মগ্রহণ করছেন। আবার সফর শেষে একই অবস্থায় বিদায় নিতে হবে। তবে জগতের মোহে পড়ে জান্নাত-বঞ্চিত হওয়া যাবে না। নিয়ত পরিবর্তন করতে হবে। দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতের ধ্যান অন্তরে ধারণ করতে হবে।’

চরমোনাইয়ের দল ভারী করার দরকার নেই জানিয়ে চরমোনাই পীর বলেন, ‘যারা চরমোনাইয়ের লেবেল লাগিয়ে দুনিয়ার উদ্দেশ্য হাসিল করতে চায়, তারা মুরিদ নন বরং ধান্দাবাজ। নির্বাচন এলে নেতা-নেত্রীকে খুশি করার জন্য অনেকে বলেন, এই দুই মাস আমরা চরমোনাইয়ের মুরিদ না। এরা মূলত চরমোনাই দরবারকে হাসি-তামাশার খোরাক বানাতে চায়। এদের মুরিদ হওয়ার কোনও প্রয়োজন নেই। এদের কাছ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

মাহফিলে আসা মুসল্লিদের চিকিৎসার জন্য ৪০ জন চিকিৎসক টিমের মাধ্যমে ১০০ শয্যাবিশিষ্ট মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। পাঁচটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় ওলামা সম্মেলন এবং তৃতীয় দিন শুক্রবার সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাহফিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network