আপডেট: নভেম্বর ২৯, ২০২৩
বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলীতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬ টার দিকে উপজেলার শারিকখালী ইউপির দক্ষিণ নলবুনিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দক্ষিণ নলবুনিয়া এলাকার হেমায়েত হোসেন হিমু (৫০) ও তার ছেলে সোহান হোসেন (২৬)।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলে কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি গাঁজা পরিমাপক যন্ত্র, নগদ ৮৮ হাজার টাকা ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। পরে তালতলী থানায় হস্তান্তর করে ডিবি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

