১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে সিম লেকচার সিরিজ (CHEM LECTURE SERIES-2023) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা বেগমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. শরিফ এনামুল কবির।

সেমিনারে আরও বক্তব্য রাখেন সৌদি আরবের প্রিন্স মুহাম্মদ বীন ফাহাদ ইউনিভার্সিটির প্রফেসর এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের সাবেক প্রফেসর ড. বিমল কৃষ্ণ বনিক।সেমিনারে রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network