৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

ভাষাসৈনিক মোবারক হোসেনের ৯২তম জন্মদিন আজ!

আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

নিজিস্ব প্রতিবেদক:: আজ ২৫ ডিসেম্বর ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম মোঃ মোবারক হোসেনের ৯২তম জন্মদিন।
উল্লেখ্য ১৯৩১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন বাকেরগঞ্জ জেলার (বর্তমান বরিশাল জেলা) কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মহান ভাষা আন্দোলনে অসামান্য তাঁর অবধান রয়েছে।

বাকেরগঞ্জ উপজেলায় একমাত্র ভাষাসৈনিক মরহুম মোঃ মোবারক হোসেন।মোঃ মোবারক হোসেন ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য মাতৃভাষা পদক সহ অজস্র পদক পেয়েছেন। তিনি সামাজিক সংগঠন স্বভূমি, মানবিক, সূর্য সহ অনেক সংগঠনের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি অজস্র মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন।

তিনি ২০১৩ সালের ১৩ এপ্রিল মৃত্যু বরণ করেন। তাঁর জন্ম বার্ষিকী উপলক্ষে ঢাকার যাত্রাবাড়ী এবং বাকেরগঞ্জ উপজেলার নিজ গ্রাম ঢাপরকাঠীতে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network