আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মিহির দত্তর লেখা ‘বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা চারণকবি মুকুন্দ দাস’ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় লেখক মিহির দত্তের বরিশাল নগরীর বাসভবন প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
জানা যায়, চারণকবি মুকুন্দ দাসের জীবনীর উপর লেখা বইটি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মিহির দত্ত তার জীবদ্দশায় লেখা শুরু করেন। কিন্তু লেখকের মৃত্যু হওয়ায় বই আকারে তা আর প্রকাশিত হয়নি। দীর্ঘ ১৮ বছর পর ওই পান্ডুলিপিকে বই আকারে প্রকাশ করেন তারই ছেলে সাংবাদিক শুভব্রত দত্ত। বইটি আখঁরী প্রকাশনী কর্তৃক প্রকাশ করা হয়। কোমলমতি শিশুদের নিয়ে লেখা বইটিতে চারণকবি মুকুন্দ দাসের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
শহীদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এস মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), বরিশাল সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, চারণকবি মুকুন্দ দাস কালি বাড়ি মন্দিরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুকুল চন্দ্র মুখার্জী, জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সভাপতি বিরেন্দ্র নাথ সমাদ্দার, বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের প্রভাষক অনীশ মন্ডল, প্রভাষক পুনা হালদার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, প্রকৌশলী (অব.) হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আরম ফরিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বরিশালের সদস্য সচিব বাহাউদ্দিন গোলাপ ও শহীদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের আহবায়ক আরিফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিহির দত্তর ছেলে ও শহীদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের সদস্য সচিব শুভব্রত দত্ত।