আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম
স্বেচ্ছাসেবী সংগঠন রাবা ফাউন্ডেশন অ্যান্ড গ্রন্থাগারের সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) এর ক্রিকেট টুর্নামেন্টর জন্য খেলোয়াড়দের জার্সি প্রদান করা হয়েছে। রবিবার (২৮শে জানুয়ারি ২০২৪ খ্রি.) দুপুরে ইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট-২৩ ব্যাচের সন্ধ্যাকালীন শিক্ষার্থীদের জন্য জার্সি সেটটি তুলে দেন সংগঠনটির পরিচালক নাজমুল হক লাজু।
এসময় লাজু বলেন, সুস্থ শরীর ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নাই। মাদক ও সন্ত্রাস থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া অনুষ্ঠানগুলো অবশ্যই করা উচিত। এতে শিক্ষার্থীদের শরীর যেমন সুস্থ থাকবে, তেমনিভাবে তাঁরা মেধা বিকাশের সুযোগ পাবে।
ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রভাষক এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাবা ফাউন্ডেশন অ্যন্ড গ্রন্থাগার দীর্ঘ দিন ধরে সামাজিক উন্নয়নমুলক কাজ পরিচালনা করে আসছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।