২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বিশ্ব ক্যান্সার দিবসে বরিশালে সচেতনতামূলক র‌্যালি

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ উপলক্ষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে মিলনায়তনে রোববার সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে র‌্যালি করা হয়।

শেবাচিম ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ফয়জুল বাশার, উপাধ্যক্ষ ডাক্তার জি এম নাজিমুল হক, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মনিরুজ্জামান শাহীন, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আ ন ম মইনুল ইসলাম, রেডিওথেরাপিস্ট ডাঃ মহসিন হাওলাদার, হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ অমলেন্দু ভট্টাচার্য, শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ উত্তম কুমার সাহা, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অমল চন্দ্র পাল, অর্থোপেডিকস বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রিয়াজ হোসেন ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ প্রভাত কুমার ( পি সি) বিশ্বাস, নিউরো মেডিসিনের সহযোগী অধ্যাপক ডাক্তার অমিতাভ সরকার, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ প্রদীপ কুমার বনিক ও ডাঃ আব্দুর রহিম, ক্লিনিকাল অনকলোজি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার ফারহানা খান এবং ডাঃ সিরাজুস সালেকিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে ‘কর্কট কথা’ নামক একটি বুলেটিন প্রকাশিত হয়। বুলেটিনের মোড়ক উন্মোচন করেন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ফয়জুল বাশার।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network