২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বিশ্ব গোলাপ দিবস কোন রঙের গোলাপ কী বার্তা দেয়?

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: প্রিয়জনের হাতে টকটকে লাল একটি গোলাপ ফুল তুলে দেওয়া মানে তাকে জানানো ভালোবাসার কথা। আবার ধবধবে সাদা গোলাপ হচ্ছে শুদ্ধতার প্রতীক। এমনই বিভিন্ন রঙের গোলাপ দেয় বিভিন্ন বার্তা। আজ ৭ ফেব্রুয়ারি বিশ্ব গোলাপ দিবস। জেনে নিন কোন গোলাপ কিসের প্রতীক।

লাল গোলাপের আবেদন চিরন্তন। টকটকে লাল গোলাপ ভালোবাসার প্রতীক। ভালোবাসার মানুষের হাতে লাল গোলাপ দেওয়া মানে তাকে জানানো ভালোবাসার কথা।
শুদ্ধতার প্রতীক বলা হয় সাদা গোলাপকে। অনেক ধর্মে বিয়ের দিন বর-কনে একে অন্যকে সাদা গোলাপ উপহার দেন। শুদ্ধতার সঙ্গে শুরু হয় নতুন জীবনের পথচলা।
হলুদ গোলাপ হচ্ছে বন্ধুত্ব ও আনন্দের প্রতীক।
গোলাপি গোলাপকে বলা হয় কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক। প্রশংসার প্রতীক হিসেবেও বেছে নেওয়া হয় পিঙ্ক রোজ বা গোলাপি গোলাপ।
কমলা রঙের গোলাপ হচ্ছে শুভেচ্ছা জানানোর প্রতীক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network