২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দামুড়হুদায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) দুপুরে উপজেলার ডুগডুগি কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার ডুগডুগি কাঁচাবাজারে বিভিন্ন পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও যথাযথভাবে পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে মেসার্স আশিত দধি ভাণ্ডারের মালিক শ্রী আনন্দ ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে মেসার্স ডুগডুগি ভাণ্ডারে অভিযান চালিয়ে মূল্য তালিকা অপ্রদর্শন, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল হোসেনকে একই আইনের ৩৮ ও ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network