৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

পরীক্ষার্থীর হাতে উপহার তুলে দিচ্ছেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর

২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামস্থ জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) সকাল ১০টার সময় মাদ্রাসার হলরুমে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এই বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফ। এসময় মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ৮ম শ্রেণির ছাত্রী শাপলা খাতুন। পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাগর হোসেন, শিমুল হোসেন ও আনোয়ারা খাতুন। পরে দাখিল পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে দাখিল পরীক্ষার্থীদের কল্যাণ ও মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সহকারী মৌলভী হাফেজ বিল্লাহ হোসেন। বিদায় অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মেহেদী হাসান ও মাওলানা মহিউদ্দিন। উল্লেখ্য, আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network