৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে আশরাফ-কালাম জুটি চ্যাম্পিয়ন

আপডেট: মার্চ ১১, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ২৬ দলের অংশগ্রহণে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বিচার বিভাগের হাফিজ-হানিফ জুটিকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চুয়াডাঙ্গা সদর থানার এএসআই আশরাফুজ্জামান ও এএসআই কালাম জুটি। রবিবার (১০ই মার্চ ২০২৪) বিকাল ৫টার সময় পুলিশ লাইন্সের ইনডোর গ্রাইন্ডে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ৩য় স্থান অর্জন করেন পুলিশ সুপারের কার্যালয়ের টিম। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সদর থানার এএসআই আশরাফুজ্জামান। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন চুয়াডাঙ্গার জেল সুপার ফখরুদ্দিন। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীসহ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমান শিশির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মহসীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক ইয়াসিন সোহাইল, আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা এবং ডিএসবি, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান। এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স এবং বিভিন্ন দপ্তর থেকে আগত খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৭ই মার্চ বিকাল ৫টার সময় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network