২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬

পেটে কুঁচিয়া মাছ, যা বললেন অস্ত্রোপচার করা সেই ডাক্তার

আপডেট: মার্চ ২৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা সম্ররামুন্ডার (৫৫) পায়ুপথ দিয়ে একটি কুঁচিয়া মাছ তার পেটে ঢুকে যায়। প্রায় ৩৬ ঘণ্টার পর ২৪ মার্চ রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে মাছটি বের করা হয়।

বুধবার পেট থেকে কুঁচিয়া বের করার সেই অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী জানে আলম।তিনি বলেন, সম্রা মুন্ডার অস্ত্রোপচার এত জরুরি ছিল যে, সিটি স্ক্যান করার সময়ও পাওয়া যায়নি। দেরি হলে ঐ ব্যক্তির রক্তে জীবাণুর সংক্রমণ হয়ে যেত। বৃহদন্ত্রের একটি অংশ ‘সিগময়েড কোলন’-এর প্রায় তিন থেকে চার সেন্টিমিটার ছিদ্র করে পেটের ‘পেরিটোনিয়াল ক্যাভিটির’ মধ্যে ঢুকে পড়ে কুঁচেটি। সেখানে কিছুটা অক্সিজেন পাওয়ায় এটি বেঁচে ছিল।

অধ্যাপক কাজী জানে আলম বলেন, রোগীর পেটের বাঁ পাশ দিয়ে মল বের হওয়ার রাস্তা বের করতে হয়েছে। দেড় মাস পর সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে আরেকটি অস্ত্রোপচার করা হবে। রোগীকে আরো ১০ দিন হাসপাতালে রেখে সেলাই শুকিয়ে যাওয়ার পর ছাড়পত্র দেওয়া হবে।সম্রা মুন্ডার অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, এখন তার অক্সিজেনের সহায়তা লাগছে না। তাকে পানিজাতীয় খাবার মুখে দেওয়া হচ্ছে। পেটে সংক্রমণ রোধে মেরোপেনম ইনজেকশন দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সম্ররামুন্ডা (৫৫) বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে স্থানীয়দের কাছে বিক্রি করতেন। গত ২৩ মার্চ স্থানীয় একটি হাওরে মাছ ধরতে গেলে পায়ুপথ দিয়ে কুঁচিয়া মাছটি তার ঢুকে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network