আপডেট: মে ১৬, ২০২৪
কুয়াকাটা প্রতিনিধি —
কুয়াকাটা বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)র উদ্যোগে প্রায় দুই শতাধিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। আজ বিকেল চারটায় কুয়াকাটা পান্জুপাড়া ১৫৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐ স্কুলের সভাপতি বাবুল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেকের এরিয়া ম্যানেজার মোহাম্মদ ইসমাইল শেখ্, কুয়াকাটা শাখার ব্যবস্থাপক আব্দুল খালেক তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম মনিরুজ্জামান এবং সাংবাদিক হোসাইন আমির। স্কুল ব্যাগ বিতরণ শেষে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন জাহিদুল ইসলামসহ প্রমুখ।