আপডেট: আগস্ট ২০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম।মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন তিনি।বিষয়টি নিশ্চিত করে ড. মো. আব্দুল কাইউম বলেন, শিক্ষার্থীরা চেয়েছেন যেন আমি পদত্যাগ করি।
তাদের দাবি অনুসারে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।এর আগে, সোমবার (১৯ আগস্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ড. আব্দুল কাইউমের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার সময় বেধে দেন আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। যদিও তার আগের দিন সব শিক্ষার্থীদের কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন উপাচার্য ও প্রক্টর।